Sylhet Summer 30K Challenge–এ অংশগ্রহণকারী রানারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা! দূর থেকে আসা কিংবা ইভেন্টের পূর্ণ অভিজ্ঞতা নিতে আগ্রহীদের জন্য ইভেন্ট গ্রাউন্ডেই রাতযাপন করার ব্যবস্থা রাখা হয়েছে।

স্থান: Sylhet Summer 30K Challenge ইভেন্ট গ্রাউন্ড দলদলি প্রাইমারী স্কুল মাঠ শাহী ঈদগাহ সিলেট ।

ইভেন্ট তারিখ: ২২ আগস্ট ২০২৫

রাতযাপন শুরু: ২১ আগস্ট বিকাল ৪ টা।

রাতযাপন শেষ: ২২ আগস্ট সকাল ৫ টা।

কী থাকছে এই ব্যবস্থায়?

নিজস্ব তাবু নিয়ে অবস্থান করার সুযোগ।

নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ।

পুরুষ ও নারীদের জন্য আলাদা ওয়াশরুম সুবিধা


পানির ব্যবস্থা।

অন-সাইট ভলান্টিয়ার সহায়তা।

২৪ ঘণ্টা নিরাপত্তা টিম।