Stride Nation

Run 4 Fair City – Bangladesh 2.O : On the Move

Run for Fair City : Bangladesh 2.0 on the Move 
বায়ু দূষণের শহর, ট্রাফিক জ্যামের শহর, ধুলো আর সংগ্রামের শহর হিসেবে যেমন ঢাকাকে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি, একইভাবে দেখেছি অন্যায্যতা এবং অনধিকারচর্চার শহর হিসেবেও। কিন্তু ৫ই আগস্টের পরের বাংলাদেশ নিয়ে আমাদের প্রত্যাশার পরিবর্তন ঘটেছে, ঢাকার ব্যাপারেও সেই প্রত্যাশা বেড়েছে বৈ কমেনি!

ঢাকাকে আমরা কি ধুলো-ধোঁয়ার শহর হিসেবে দেখতে চাই নাকি ন্যায্যতার শহর হিসেবে সেই সিদ্ধান্ত ঢাকার নাগরিকের। সেই সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব ঢাকার দেখভালকারীদের।

নতুন বাংলাদেশের আদর্শের সূচনালগ্নকে মাথায় রেখে, ব্রাইটার্সের আয়োজনে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যকরী সহযোগিতায় আসছে ‘Run for Fair City: Bangladesh 2.0 on the move’ 

 
কী কী থাকছে ম্যাটেরিয়াল হিসেবে?
– প্রিমিয়াম টিশার্ট (Manufactured by Advergo)
– বিব
– কিট   
– স্ন্যাকস
– কাঠের মেডেল
– চাবির রিং
– একটি ইন্ডোর প্ল্যান্ট
– সার্টিফিকেট
– প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে প্রতিযোগীর নামে একটি করে গাছ লাগানো হবে
 
পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়ের জন্য থাকছে প্রাইজ মানি! 

ইভেন্টের বিস্তারিত: https://facebook.com/events/s/run-4-fair-city-bangladesh-2o-/1281386590276795/

🗓️ তারিখ: আগস্ট ৮, ২০২৫।
🕞 সময়: ভোর ০৫:০০ ঘটিকা।
📍 স্থান: মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা।

💰 রেজিষ্ট্রেশন ফি : ৮০০৳ 
 
বিশেষ দ্রষ্টব্য: রেজিস্ট্রেশনকৃত অর্থ ফেরতযোগ্য নয়।
  • Date : August 8, 2025
  • Time : 5:00 am - 9:00 am (Asia/Dhaka)
  • Venue : Manik Mia Avenue

Related Events

Sylhet Circuit House

Sylhet Marathon 2025

Niladri Lake - নিলাদ্রি লেক,ট্যাকেরঘাট সুনামগঞ্জ।

The Athlete X Trial Ultra 2025

Polashtoli kaliakoir Gazipur

BHAWAL HALF MARATHON – SEASON 2

Diabari, Uttara, Dhaka

NEOBANGLA 10K RUN 2025

Scroll to Top